প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বোনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বিয়ে করতে অস্বীকার করায় দেওরের পুরুষাঙ্গ কেটে দিলেন মহিলা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জানা গিয়েছে, ওই মহিলার নাম মঞ্জু সম্পর্কে আক্রান্ত যুবক উমেশের দাদার স্ত্রী তিনি মঞ্জুর বোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান উমেশ দীর্ঘদিন মেলামেশার পর বিয়ে করতে অস্বীকার করেন উমেশ শুধু তাই নয়, অন্যত্র বিয়ে করার সিদ্ধান্ত নেন উমেশ আর এতেই চটেন বৌদি মঞ্জু। বোনের সঙ্গে অবিচার হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই নিয়ে পারিবারিক অশান্তিও হয়। 

এই অবস্থায় গত শনিবার, নিজের ঘরে ঘুমিয়ে থাকার সময় ধারালো অস্ত্র দিয়ে উমেশের পুরুষাঙ্গ কেটে দেন মঞ্জু যন্ত্রণায় ছটফট করতে থাকেন উমেশ বিপদ বুঝে ঘটনাস্থল থেকে পালান মঞ্জু উমেশের চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের অন্যান্যরা তাঁরাই তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন প্রায় দেড় ঘণ্টার অস্ত্রোপচারের পর উমেশের অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর অন্যদিকে এই ঘটনায় প্রথমে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হলেও পরে জানা যায় মঞ্জুই এই ঘটনা ঘটিয়েছেন

 বোনকে বিয়ে করতে অস্বীকার, রাগে দেওরের পুরুষাঙ্গ কাটলেন বৌদি