নয়াদিল্লিঃ মহিলা যাত্রীর (Passenger)ব্যাগ (Bag) থেকে টাকা চুরি। হাতেনাতে ধরতেই অস্বীকার র্যাপিডো (Rapido)চালকের। গোটা ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে (Social Media) ভাইরাল (Viral) হতেই চটল নেটপাড়া। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর জেপি নগর এলাকায়। অভিযোগকারিণীর নাম জাহ্নবী ক্ষত্রিয়। বেঙ্গালুরুর বাসিন্দা। এদিন একটি র্যাপিডো বুক করে যাচ্ছিলেন তিনি। মাঝ রাস্তাতেই ধর্ম নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করতে শুরু করেন চালক। তাতে রেগে গিয়ে গাড়ি থেকে নেমে যেতে চাল জাহ্নবী। গাড়িতেই ফেলে আসেন তাঁর ব্যাগ। তা ফেরত নিতে গিয়ে দেখেন ব্যাগ থেকে টাকাপয়সা বের করে নিচ্ছেন ওই চালক। তাঁকে হাতেনাতে ধরতেই গোটা ঘটনার দায় অন্য একজনের উপর চাপানোর চেষ্টা করেন তিনি।
বেঙ্গালুরু শহরে র্যাপিডোতে চেপে ভয়ঙ্কর অভিজ্ঞতা যাত্রীর
গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন জাহ্নবী। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, র্যাপিডো চালকের গ্রেফতারির দাবি জানান অনেকে। কেউ কেউ আবার এই ধরনের ক্যাব সার্ভিস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে এই ঘটনা ভাইরাল হতেই ওই মহিলা যাত্রীর কাছে ক্ষমা ছেয়েছে সংশ্লিষ্ট সংস্থা র্যাপিডো।
মহিলা যাত্রীর ব্যাগ থেকে টাকা চুরি, র্যাপিডো চালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Bengaluru: Woman Catches Rapido Driver Trying To Steal Money From Handbag Near JP Nagar, Video Goes Viral#Bengaluru #JPNagar #Rapido #RapidoDriver #ViralVideo
— LatestLY (@latestly) June 23, 2025