চিত্রকূট: বিয়ের দিন বারবার রীতিনীতি পালনের ফাঁকে হবু কনের (bride) ঘরে ঢুকছিল হবু বর (groom)। এর জেরে বিয়ে বাতিল করে (Bride Cancels Wedding) হবু বরকে বাড়ি ফেরত পাঠালেন ওই যুবতী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) চিত্রকূটে (Chitrakoot)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারবার বিয়ের মাঝে হবু কনের ঘরে ঢোকার জেরে ছেলের বাবা তাকে সবার সামনে সজোরে গালে চড় (slapped) মারে। উলটে ছেলেটিও চড় মারে তার বাবাকে। এই ঘটনার পরেই ওই যুবকের সঙ্গে বিয়ে বাতিল করে তাকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দেন যুবতী।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে খবর, চিত্রকূটের শিবরামপুর পুলিশ স্টেশনের (Shivrampur) অন্তর্গত একটি গ্রামের যুবতীর সঙ্গে কানপুরের (Kanpur) ব্রারা (Barra) এলাকার এক যুবকের বিয়ের ঠিক হয়। বিয়ের দিন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছেও যায় ওই যুবক। পরে জয়মালা অনুষ্ঠানের সময় মেয়েরটির সৌন্দর্য্য দেখে মোহিত হয়ে যায় যুবকটি। তারপর থেকে মেয়েটিকে আর কাছছাড়া করতে চায়নি সে। বারবার হবু কনে যেখানে যাচ্ছিলেন পিছু পিছু সেখানেই পৌঁছে যাচ্ছিল যুবকটি।
এই ঘটনার জেরে তিতিবিরক্ত হয়ে বিয়ের আসরেই ছেলেকে চড় মারেন হবু বরের বাবা। এরপর ছেলেটিও কোনও কিছু চিন্তা না করে সবার সামনে বাবাকে সজোরে পালটা চড় মারে। এই বিষয়টি চোখের সামনে দেখে ওই পরিবারে আর বউ হয়ে যেতে চাননি যুবতীটি। এর ফলে বন্ধ হয়ে যায় বিয়ে।
খবর পেয়ে পুলিশ গিয়ে দুপক্ষকে বুঝিয়ে বিয়ে করতে রাজি করানোর চেষ্টা করে। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি।