নয়াদিল্লিঃ পরকীয়ায় মগ্ন গ্রহবসধূ। আর সেই বিবাগ বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হয়ে যাওয়ার ভয়ে গোটা পরিবারকে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। হাড় হিম করা ঘটনাটি ঘটেহে কর্ণাটকের হাসানে। ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মহিলার নাম চৈত্রা। আজ থেকে ১১ বছর আগে গজেন্দ্র নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তার। গজেন্দ্র হাসানের বাসিন্দা। দুই সন্তান রয়েছে এই দম্পতির। গজেন্দ্রর দাবি,বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল স্ত্রী চৈত্রা। আর সেই সম্পর্ক জানাজানি হয়ে যাওয়ার ভয়ে প্রেমিকের সঙ্গে পরামর্শ করে গোটা পরিবারকে মেরে ফেলার ছক কষে সে।
পরকীয়া লুকোতে আপনজনদের মেরে ফেলার ছক গৃহবধূর
অভিযোগ সম্প্রতি শিবু নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায় চৈত্রা। তার সাহায্যেই গোটা পরিবারকে খুন করার পরিকল্পনা করে সে। সবটা বুঝতে পেরে সোজা পুলিশের দ্বারস্থ হয় স্বামী গজেন্দ্র। তাঁর অভিযোগ, এই প্রথম নয়, বেলুরে থাকাকালীন পুনীত নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল চৈত্রার। সেই সম্পর্কের কথা জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়। গোটা ঘটনা শ্বশুর-শাশুড়িকে জানান গজেন্দ্র। তাঁদের মধ্যস্থতায় আবার জোড়া লাগে সম্পর্ক। এরপর ফের শিবু নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায় চৈত্রা। ফের যদি সব জেনে ফেলেন স্বামী, তাই স্বামী-সহ গোটা পরিবারকেই পৃথিবী থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে চৈত্রা।
বিবাহবহির্ভূত সম্পর্ক লুকোতে গোটা পরিবারকে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলার ছক, গ্রেফতার দুই সন্তানের মা
Woman Adds Sleeping Pills In Food To Kill Family, Hide Affair In Karnatakahttps://t.co/1qmCtQP5yL pic.twitter.com/gytmR8Oqht
— NDTV (@ndtv) June 11, 2025