সাবিয়াল রহমান ও রহিমা খাতুন (ছবিঃX)

নয়াদিল্লিঃ পারিবারিক বিবাদের জেরে খুন(Murder)। স্ত্রীর (Wife) হাতে খুন স্বামীর(Husband)। মৃত স্বামীর দেহ বাড়িতেই পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটির পান্ডু এলাকার জয়মাটি নগরে। মৃতের নাম সাবিয়াল রহমান (৪০)। পারিবারিক বিবাদের জেরে তাঁকে খুন করে স্ত্রী রাহিমা খাতুন। জানা গিয়েছে, ঘটনাটি গত ২৬ জুনের। পুলিশকে রহিমা জানায়, প্রতিদিন মদ্যপান করতেন স্বামী। বাড়ি ফিরেই শুরু হত অশান্তি। এদিনও মদ্যপ স্বামীর সঙ্গে বচসায় জরায় রহিমা। কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয় দু'জনের মধ্যেই। এরপরই স্বামীকে খুন করে রহিমা। স্বামীর মৃত্যুতে ভয় পেয়ে যান রহিমা। এরপর বাড়ির মধ্যেই ৫ ফুট গর্ত খুঁড়ে স্বামী সাবিয়ালের দেহ পুঁতে দেয় সে।

স্ত্রীর হাতে খুন স্বামী, দেহ লুকানো হল বাড়ির উঠোনে

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন সাবিয়ালকে দেখতে না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরা প্রশ্ন করলে রহিমা জানায়, ব্যবসার কাজে বাইরে গিয়েছেন স্বামী। পরে অবশ্য সে জানায়, কেরলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে সাবিয়াল। অন্যদিকে গত ১২ জুলাই থানায় মিসিং ডায়েরি করেন সাবিয়ালের ভাই। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসবাদ করা হয় রহিমাকে। পুলিশি জেরায় ভেঙে পড়ে রহিমা। খুনের কথা স্বীকার করে সে। এরপরই বাড়ি থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় সাবিয়ালের দেহ। পুলিশের সন্দেহ, রহিমার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

রোজ রোজ অশান্তি,মদ্যপ স্বামীকে খুন করে বাড়ির মধ্যেই দেহ পুঁতল স্ত্রী