Suchana Seth (Photo Credits: X)

বেঙ্গালুরু, ৯ জানুয়ারিঃ নিজের চার বছরের ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন বেঙ্গালুরুর (Bengaluru) এক স্টার্টআপ সংস্থার কর্ণধার সূচনা শেঠ (Suchana Seth)। ঠিক কী কারণে নিজের একরত্তি ছেলের এমন পরিণতি করলেন মা? সেই প্রশ্নই ঘুরছে দেশবাসীর মনে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এল খুনের পিছনের এক বড় কারণ। সূত্রের খবর, ছেলের সঙ্গে বাবার (অভিযুক্তের প্রাক্তন স্বামী) মেলামেশা পছন্দ করতেন না সূচনা। ছেলের থেকে বাবাকে দূরে করতে পৃথিবী থেকেই একেবারে ছেলেকে সরিয়ে ফেলেছেন তিনি।

গোয়ার (Goa) এক হোটেলে নিয়ে গিয়ে ছেলেকে খুন করে বড় ব্যাগে ছেলের দেহ ভরে ট্যাক্সিতে চেপে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন সূচনা। পথে তাঁকে গ্রেফতার করে গোয়া পুলিশ। তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে চার বছরের ছেলের দেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তকে আদালতে পেশ করা হলে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

সন্তানকে খুনের পিছনের কারণ প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, ২০১০ সালে কেরল (Kerala) নিবাসী ভেঙ্কট রমনের সঙ্গে বিবাহ হয় সূচনার। ২০১৯ সালে তাঁদের একটি পুত্রসন্তান হয়। কিন্তু এর এক বছরের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ২০২০ সালের বিচ্ছেদের দাবি নিয়ে আদালতের দারস্ত হন সূচনা এবং ভেঙ্কট। বিচ্ছেদের সময় ছেলে অত্যন্ত ছোট থাকায় ছেলের দায়িত্ব মাকেই দিয়েছিল আদালত। তবে রবিবার করে বাবা-ছেলের দেখা করার অনুমতিও দিয়েছিল আদালত। আর সেইটাই পছন্দ করতেন না সূচনা। স্বামী তাঁর থেকে ছেলেকে কেড়ে নেবে, এই ভয়ই গ্রাস করতে শুরু করেছিল তাঁকে। ছেলেকে বাবার থেকে দূরে করতে তাকে খুনের মত জঘন্য কাণ্ড ঘটিয়ে পেলেন বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থার কর্ণধার।

৬ জানুয়ারি শনিবার ছেলেকে গোয়ায় ঘুরতে নিয়ে আসেন তিনি। ক্যান্ডোলিমে নামের একটি হোটেলে ওঠেন মা-ছেলে। কিন্তু সোমবার হোটেল থেকে চেক আউটের সময়ে তিনি একা ছিলেন। সঙ্গে ছিল একটি বড় ব্যাগ। হোটেল থেকেই একটি ট্যাক্সি বুক করে তিনি রওনা দেন বেঙ্গালুরুর উদ্দেশে। সূচনা হোটেলের ঘর ছাড়ার পর সেই ঘর পরিষ্কার করতে এসে মেঝেতে রক্তের দাগ দেখতে পান কর্মচারীরা। পুরো বিষয়টা হোটেল কর্তৃপক্ষকে জানান কর্মীরা। এরপরেই তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ এসে যোগাযোগ করেন ওই ট্যাক্সি চালকের সঙ্গে। কর্নাটকের চিত্রদুর্গ থেকে ব্যাগে ছেলে দেহ সহ গ্রেফতার হন সূচনা শেঠ (Suchana Seth)।