আবগারি দুর্নীতি মামলায় (Excise Policy Case) তছরুপের টাকা কোথায়? শনিবার আপ নেত্রী আতিশি মারলেনা (Atishi Marlena) এই প্রশ্নই তোলেন ইডির উদ্দেশ্যে। তাঁর বক্তব্য, এতবড় দুর্নীতি হয়ে গেল কিন্তু ইডি বা সিবিআই টাকাও পাওয়ার কোনও প্রমাণ দেখাতে পারেনি। কোনও নেতামন্ত্রী, বিধায়কের থেকে এই মামলায় একটা পয়সা উদ্ধার করতে পারেনি অফিসাররা। এমনকী নিম্ন আদালত সহ সুপ্রিম কোর্টও এই বিষয়টি উল্লেখ করেছেন বলে দাবি আতিশির।
আপ নেত্রীর দাবি, শুধুমাত্র একজনের বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। যে এই বয়ান দিয়েছিলেন তিনি হলেন অরবিন্দ ফার্মার মালিক শরৎ চন্দ্র রেড্ডি। তাঁকে প্রখম যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তখন তিনি বলেছিলেন অরবিন্দ কেজরিওয়ালকে চেনেন না, আপ পার্টির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। কিন্তু দিনকয়েক আগে তিনি বয়ান বদলান। এখন তিনি বলছেন কেজরিওয়ালকে চেনেন। আর তাঁর এই বক্তব্যের পরেই গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে।
#WATCH | Delhi excise policy matter | Delhi Minister Atishi says, "In the so-called excise policy scam of Delhi, CBI and ED investigations have been going on for the past two years. In these two years, a question has come up again and again - Where is the money trail? Where did… pic.twitter.com/gPkhhfuZEB
— ANI (@ANI) March 23, 2024
আতিশির অভিযোগ, যার বয়ান হঠাৎ বদলালো তাঁর দাবির ভিত্তিতে কী করে গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। আর তারপরেই ওই শিল্পপতিকে জামিন দেয় বলে দাবি করে আপ নেতৃত্ব। অন্যদিকে নেত্রী আরও বলেন যে মুখ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে তাঁরা দেশজুড়ে আন্দোলন চালাবে।