অ্যাপক্যাব (App Cab) ব্যবহারকারীদের জন্য সুখবর। ন্যায্য ভাড়া ও যাতায়াতের জন্য এবার নতুন ক্যাব প্রকল্প আনছে কেন্দ্রীয় সরকার। নাম দেওয়া হয়েছে 'ভারত ট্যাক্সি।' বেসরকারি ক্যাব পরিষেবাগুলির অনিয়ন্ত্রিত ভাড়া ও বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে এই যুগান্তকারী পদক্ষেপ ভারত সরকারের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
কেন্দ্রীয় সহযোগিতা মন্ত্রক এবং ন্যাশনাল ই-গভর্ন্যান্স ডিভিশন- এর যৌথ উদ্যোগে এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের উদ্যোগে চালকেরা কর্মচারী হিসেবে নন, বরং মালিক বা শেয়ারহোল্ডার হিসেবে থাকতে পারে। পরিষেবা সংক্রান্ত নানা সিদ্ধান্তগ্রহণে সরাসরি যুক্ত থাকতে পারবেন তাঁরা।
চলতি বছরের নভেম্বর মাস থেকে দিল্লিতে এই প্রকল্পের পাইলট পর্বের শুভ সূচনা হবে। য় ৬৫০ জন চালক-মালিক প্রাথমিক পর্বে এই প্রকল্পের অংশ নেবেন। পরীক্ষামূলক পরিষেবা সফল হবে ডিসেম্বরেরে মধ্যে ভারতের বিভিন্ন মেট্রো শহরে চালু হবে কেন্দ্রীয় সরকারের এই পরিষেবা।
জানা গিয়েছে, 'ভারত ট্যাক্সি'-এর চালকদের নাম হবে ‘সারথি’- অর্থাৎ পথপ্রদর্শক। চালকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা দিতেই এই প্রতীকী নামের ভাবনা এসেছে। এই প্রকল্পে কোনও কমিশন ব্যবস্থা থাকছে না। অর্থাৎ পুরো ভাড়াটাই চালক নিজে পাবেন। অন্যদিকে ভাড়া নির্ধারণের ক্ষেত্রেও নতুন নিয়ম থাকছে। অতিরিক্ত সার্জ প্রাইস বা আকস্মিক ভাড়া বৃদ্ধির কোনও ব্যবস্থা নেই এই প্রকল্পে।
ওলা উবের পরিষেবা নিয়ে বিরক্ত? এবার আসছে সরকারি অ্যাপ ক্যাব 'ভারত ট্যাক্সি' কেমন হবে ভাড়া?
India’s new Bharat Taxi launch could reshape mobility, ride-sharing & local transport. 🇮🇳🚖#BharatTaxi #Mobility #TechIndia #DigitalEconomy #ETtech https://t.co/1H2Ysx7Mhk
— Economic Times (@EconomicTimes) October 26, 2025