কলকাতা: রেশন বণ্টন মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ২০ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রাত ৩টে ২০ মিনিটে রাজ্যের বনমন্ত্রী (প্রাক্তন খাদ্যমন্ত্রী) জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর সল্টলেকের বাড়ি থেকে বের করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় জ্যোতিপ্রিয় (Minister Jyotipriya Mallick) বলেন, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এটুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তারা আমাকে শিকার করলেন।”
দেখুন
#WATCH | Arrested West Bengal minister Jyotipriya Mallick brought to ESI hospital, Joka for medical examination
He has been arrested in a case of alleged corruption in PDS ration distribution in the state. pic.twitter.com/fTCv4y2LeH
— ANI (@ANI) October 27, 2023
উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় (Ration Distribution Scam) সম্প্রতি বাকিবুর রহমান নামে এক রেশন ডিলার গ্রেফতার হওয়ার পরই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র নাম সামনে আসে। এরপর গত বৃহস্পতিবার সকালে জ্যোতিপ্রিয়র বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকরা।
VIDEO | ED arrested West Bengal minister Jyotipriya Mallick earlier today in connection with the alleged ration distribution scam. pic.twitter.com/QncoOdk82J
— Press Trust of India (@PTI_News) October 27, 2023