কলকাতা: ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে (WB LoP & BJP MLA Suvendu Adhikari) তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (West Bengal Minister and TMC leader Shashi Panja)।
শনিবার সন্ধ্যায় এপ্রসঙ্গে তিনি বলেন, "বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন যে মনরেগা (MNREGA) কাজ করেও টাকা পাননি এমন কিছু মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) টাকা দিয়েছেন। তার মানে আজকের বক্তব্যে আপনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রমাণ করেছেন যে বাংলার যে মানুষরা কাজ করেছিলেন তাঁদের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক কারণে আপনারা বাংলার মানুষের মনরেগার টাকা আটকে রেখেছেন ও গরিব মানুষকে ঘর করার জন্য টাকা দেননি। আমরা এই আচরণের নিন্দা করছি ও সর্বত্র আমাদের আন্দোলনকে ছড়িয়ে দিচ্ছি।" আরও পড়ুন: Kunal Ghosh On Mahua Moitra: মহুয়া মৈত্রকে অধীর চৌধুরীর সমর্থন প্রসঙ্গে কী বললেন কুণাল ঘোষ! দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata: West Bengal Minister and TMC leader Shashi Panja says, "Leader of the Opposition in Bengal Suvendu Adhikari mentioned the fact that Abhishek Banerjee could pay only a few people who were deprived of their funds from MNREGA. So, today you have proven in your… pic.twitter.com/3mxTVtPKdO
— ANI (@ANI) December 2, 2023