প্রতীকী ছবি

কলকাতা: মেট্রো রেলের (Metro Rail) সম্প্রসারণের কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বৌবাজারের (Bowbazar) একাধিক বাড়ি। এখানে সেখানে ফাটল ধরার পাশাপাশি খসে পড়েছে ছাদের চাঙড়ও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে অনেক বাসিন্দা নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বন্ধ হয়েছে অনেক দোকানও। এমন অবস্থায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার (Govt of West Bengal)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার এই বিষয়ে একটি জরুরি পর্যায়ের বৈঠক হয় নবান্নে। সেখানে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্রসচিব আর কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (Kolkata Metro Rail Corporation Ltd) আধিকারিকরা। ভিডিয়ো কলের মাধ্যমে তাতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ক্ষতিগ্রস্তদের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পর রাজ্যের তরফে ক্ষতিপূরণের বিষয়ে ঘোষণা করা হয়। বলা হয়, বৌবাজারের যে সমস্ত পরিবারের বাড়ি কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের নির্মাণ কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। যাঁদের বাড়িতে ফাটল ধরেছে তাঁদের প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে।

আর ওই এলাকা দোকান চালিয়ে যাঁরা জীবিকা নির্বাহ করতেন তাঁদের ১.৫ লক্ষ টাকা দেওয়া হবে। যাঁদের বাড়ি ও দোকান কোনওভাবেই সারানো যাবে না তাঁদের নতুন করে তৈরি করে দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়ার পুরো বিষয়টিই কলকাতা পৌরসভার (KMC) তত্ত্বাবধানে করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে শনিবারের বৈঠকে।