কলকাতা: কলকাতার (Kolkata) ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির মহা জনসভা নিয়ে উৎসাহ তুঙ্গে দলীয় কর্মী-সমর্থকদের। এর মাঝে সভা শুরুর কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার (West Bengal BJP president Dr Sukanta Majumdar)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "আজ থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha elections) জন্য শঙ্খ বাজানো শুরু হচ্ছে। তৃণমূল বিধায়করা গরু চোরাচালান (cow smuggling) এবং অন্যান্য দুর্নীতির সঙ্গে জড়িত। ওদের তো এমনিতেই কালো মুখ নিয়ে দাঁড়াতে হয়। তাহলে কেন তাদের কালো পোশাক পরতে হবে?" আরও পড়ুন: WestBengal : ভিন রাজ্যের ডাক্তারদের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের
দেখুন ভিডিয়ো:
#WATCH | On BJP 's public rally in Kolkata today, West Bengal BJP president Dr Sukanta Majumdar says, "From today, the conch has been blown for the 2024 Lok Sabha elections...TMC MLAs have been involved in cow smuggling and others...Why do they have to wear black clothes when… pic.twitter.com/ggZwkzq1MT
— ANI (@ANI) November 29, 2023