1906 Bengal Weather Updarte (Photo Credit: X@Imdkolkata)

দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থিত নিম্নচাপ এলাকাটি গতকালই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। গত ২৪ ঘন্টায় যা পশ্চিম উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হয়েছে। এরফলে আজও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে লাল সতর্কতা । এছাড়া পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে। তার পরের তিন দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কমবেশি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে।

বৃহস্পতিবারে পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির আশঙ্কা। বীরভূম, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দার্জিলিং ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে গত দুদিনের বৃষ্টিতে কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই কমেছে তাপমাত্রার পারদ। আজ সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ ডিগ্রী সেলসিয়াস , স্বাভাবিকের চেয়ে যা চার ডিগ্রী কম।