বারাণসী: এশিয়ার (Asia) এই অঞ্চলে প্রধান শক্তি (primary power) আজ ভারত (India)। শনিবার বারাণসীতে (Varanasi) অবস্থিত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (Banaras Hindu University) একটি অনুষ্ঠানে গিয়ে একথাই বললেন ভারতের বিদেশমন্ত্রী ড: এস জয়শঙ্কর (EAM Dr S Jaishankar)।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অ্যাম্পিথিয়েটারে কাশী তামিল সঙ্গম এগজিবিশনের (Kashi Tamil Sangamam Exhibition) আয়োজন করা হয়েছে। শনিবার বারাণসীতে গিয়ে তা ঘুরে দেখেন ভারতের বিদেশমন্ত্রী ড: এস জয়শঙ্কর। তারপর বক্তব্য রাখতে গিয়ে কীভাবে ভারতে এই সারা বিশ্বের কাছে নিজের সম্মান ক্রমাগত বৃদ্ধি করছে সেই বিষয়টি উল্লেখ করেন তিনি।
এপ্রসঙ্গে বলেন, "আজকে এই অঞ্চলে আগের থেকে অনেক বেশি প্রভাব বিস্তার করেছে ভারত। এমন একটা সময় ছিল যখন গোটা পৃথিবী (whole world) ভারত (India) ও পাকিস্তানকে (Pakistan) একই নজরে দেখত। কিন্তু, আজ সেটা কেউ পারবে না, এমনকী পাকিস্তানও নয়। এখন আমরাই এই অঞ্চলের প্রধান শক্তি হিসেবে উঠে এসেছি। আজ থেকে ১০ বছর আগে তথ্যপ্রযুক্তির (IT) ক্ষেত্রে সারা বিশ্বের ব্যাক অফিস (back office) হিসেবে দেখা হত ভারতকে। কিন্তু, এখন ভারতীয়রা নিজেদের আবিষ্কর্তা (innovators) হিসেবে সবার সামনে তুলে নিয়ে এসেছেন। আমাদের মধ্যে থাকা প্রতিভা (talent) ও দক্ষতা (skill) দেখে গোটা পৃথিবী আজ সেটা নিজেদের ব্যবসায় (businesses) কাজে লাগাতে চাইছে।'
#WATCH | Today India is much more dominant regionally. There was an era when the world used to see India and Pakistan on equal terms. Today nobody does that, not even Pakistan. We have clearly come out in the region as the primary power: EAM Dr S Jaishankar, in Varanasi pic.twitter.com/WDEicKR5IS
— ANI (@ANI) December 10, 2022
বিদেশমন্ত্রী আরও বলেন, "আজকে একটি প্রতিষ্ঠানের পুরোটা (whole set of institutions), আইডিয়া (ideas) ও প্রচার (campaigns) ভারত থেকেই বেরিয়ে আসছে। গোটা পৃথিবীতে আজ ৩ কোটি ২০ লক্ষ থেকে ৩ কোটি ৪০ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যখন সারা বিশ্ব ভারতের এই উত্তরণের দিকে তাকিয়ে রয়েছে, এর পিছনে ভারতীয়দের অবদান ও সাফল্যকে দেখছে। তখন আমাদের কিছু দায়িত্ব রয়েছে, যদি অনেক ভারতীয় বিদেশে (abroad) বসবাস করেন তাহলে তাঁদের খেয়াল রাখাটাও আমাদের দায়িত্ব (duty)।"
UP | 10-15 years ago India used to be at the world's back office in terms of IT. Today Indians are increasingly seen as innovators. The world sees the talent and skill in us and the world is trying to integrate it into their businesses: EAM Dr S Jaishankar, in Varanasi pic.twitter.com/kzgBN32VAz
— ANI (@ANI) December 10, 2022