মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। এর প্রভাবে বাংলার সমস্ত জেলায় আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানাল মৌসম ভবন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৩১ জুলাই থেকে, পাশাপাশি কাঁথির ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। যার ফলে মঙ্গলবার রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস কালিম্পং এবং আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আপাতত চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও মালদা এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া এবং হুগলি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।বাকি জেলাগুলিতে সেই অর্থে কোনও সতর্কবার্তা নেই।
Weather Warning for West Bengal dated 29-07-2024 pic.twitter.com/PzSZCIh3bK
— IMD Kolkata (@ImdKolkata) July 29, 2024
৩১ জুলাই বৃষ্টি ফিরতে পারে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এবং লাগোয়া জেলাগুলিতে। এই দিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলি এবং দুই ২৪ পরগনা, দার্জিলিং এবং কালিম্পং-জেলাতেও।
গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। অত্যন্ত শক্তিশালী বজ্র গর্ভ মেঘ সঞ্চার হওয়ায় কাল রাতে মুহুর্মুহু বাজ পড়েছে কলকাতা এবং উপকন্ঠে।বৃষ্টির হাত ধরে কাল রাতের তাপমাত্রা কমে ২৬.৬ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯৫ শতাংশ। অর্থাৎ বৃষ্টির আগে পরে কলকাতায় ঘর্মাক্ত অস্বস্তি জারি থাকবে।