কলকাতা: পশ্চিমবঙ্গের গ্রামগুলিতে (rural Bengal) কাজ তৈরির নামে জাল নথি (fake data) বানিয়ে কেন্দ্রীয় সরকারকে পাঠাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। এই অভিযোগ জানিয়ে সোমবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী (Union Rural Development Minister) গিরিরাজ সিংকে একটি চিঠি পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা (LoP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
সোমবার পাঠানো ওই চিঠিতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অনুরোধ করেছেন, পশ্চিমবঙ্গের গ্রামগুলিতে উন্নয়নের কাজ করানোর নামে জাল নথি তৈরি করছে রাজ্য সরকার। এই বিষয়টি তদন্ত (investigation) করার জন্য সিবিআই (CBI) বা অন্য যেকোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (Central Agency) দায়িত্ব দিন। তাহলে পুরো সত্য সামনে আসবে।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবারই পশ্চিমবঙ্গের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যকেও চারপাতার একটি চিঠি পাঠান শুভেন্দু অধিকারী। যেখানে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেন্দ্র থেকে চিকিৎসক পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। না হলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ খুব সমস্যার মধ্যে পড়বে বলেও জানিয়েছেন।
WB LoP Suvendu Adhikari writes to Union Rural Development Min Griraj Singh requesting CBI Investigation or investigation by any Central Agency to probe the innovation & malicious 'fake' data creation by WB Govt & Admin in order to claim false employment generation in rural Bengal pic.twitter.com/xnyCOLr2HX
— ANI (@ANI) November 7, 2022