কলকাতা: আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন (West Bengal Legislative Assembly session)। আর রাজ্য বাজেট (State Budget) ঘোষণা হতে পারে আগামী ১৫ ফেব্রুয়ারি। শনিবার এই তথ্যই পাওয়া গেল সংবাদসংস্থা এএনআই সূত্রে।
বিভিন্ন বিষয় নিয়ে বর্তমানে বিরোধী দলগুলির বিরোধিতার স্বীকার হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে (ANI)। এই পরিস্থিতিতে তাদের দলের সরকার অধিবেশনে নতুন কী বিষয় উত্থাপন করেন তার দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। পাশাপাশি আসন্ন পঞ্চায়েতের আগে রাজ্য বাজেটে জনমুখী কী কী প্রকল্প ঘোষণা হয় তার দিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।
West Bengal Legislative Assembly session to start from February 8 and the State Budget will be presented on 15th February.
— ANI (@ANI) January 21, 2023