মঙ্গলবার সকালে কলকাতা বিমান বন্দরে নামেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকে ফিরেই রাজ্যের রাজনৈতিক হিংসা নিয়ে চড়া বার্তা দিলেন রাজ্যপাল। তিনি বলেন, 'কন্ট্রোল রুমে বসে যারা রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাজ্যের হিংসার তদারকি করছে, গুন্ডাদের গাইড করছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পদক্ষেপ নেওযা হবে। অলআউট অ্যাকশন নেওয়া হবে।'
#WATCH | Panchayat election | West Bengal Governor CV Ananda Bose says, "...We will certainly take stern action against the control room lords those who sit in political control rooms and guide or remote control the goons on the field. It will be an all-out action. There will be… pic.twitter.com/7fnIVidk8Y
— ANI (@ANI) July 11, 2023
রাজ্যপাল বলেন প্রশাসন কড়া হাতে হিংসা মোকাবিলা করবে। তিনি আরও বলেন 'আজ যারা সন্ত্রাসের জন্ম দিচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তাদের অভিশাপ দেওয়া হচ্ছে।' পাশাপাশি তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য বাংলাকে নিরাপদ জায়গায় পরিণত করার চেষ্টা করা হবে। বাংলায় ক্রমবর্ধমান হিংসার বিরুদ্ধে নিরলস লড়াই হবে। গুন্ডা আর দুষ্কৃতীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ শক্তিশালী ব্যবস্থা নেবে। রাজ্যপাল বলেছেন, যারা রাজ্যে হিংসার পরিবেশ তৈরি করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।
Panchayat election | West Bengal Governor CV Ananda Bose says, "There will be a relentless fight against growing violence in Bengal. Those who commit violence in the field will be made to curse the day they are born. All authorities will come down with a heavy hand on the goons… pic.twitter.com/Sgq8LiGXTP
— ANI (@ANI) July 11, 2023
গতকালই দিল্লিতে রাজ্যপাল অমিত শাহের সঙ্গে বৈঠক করে। পঞ্চায়েত ভোটের পরের দিনই রাজ্যপাল দিল্লি রণনা দিয়েছিলেন। সূত্রের খবর, রাজ্যের হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দেওয়ার উদ্দেশ্যই তাঁর তড়িঘড়ি দিল্লি সফর। তবে অমিত শাহের সঙ্গে সোমবার সন্ধ্যায়ে দীর্ঘ বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তা নিয়ে সরাসরি মুখ খুলোননি রাজ্যপাল। তিনি বলেছিলেন, 'অন্ধকার সময়টা ভোরের ঠিক আগে। সুড়ঙ্গের শেষে আলো থাকবে। আজ একটাই বার্তা পেলাম যে, শীত এলেও বসন্ত কিন্তু পিছিয়ে যেতে পারে না। সামনের দিনগুলিতে ভাল কিছু ঘটবে।'