নয়াদিল্লিঃ অবিরাম বৃষ্টির (Heavy Rain) জেরে বিগত কয়েকদিন ধরেই ফুঁসছে যমুনা (Yamuna River)। ইতিমধ্যেই দিল্লিজুড়ে জারি হয়েছে বন্যা সতর্কতা। আগেই বিপদসীমা ছুঁয়েছে যমুনার জলস্তর। এবার তাজমহলের সীমানা প্রাচীর ছুঁয়ে ফেলল যমুনার জল। তবে জলস্তর বাড়লেও তাজমহলের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
গত সপ্তাহের মঙ্গলবারই বিপদসীমা ছুঁয়ে ফেলেছিল যমুনার জল। এদিন জলস্তর পৌঁছয় ২০৫.৩৩ মিটারে। জল ঢুকে পড়ে বিভিন্ন এলাকায়। জলমগ্ন হয়ে পড়ে যমুনা বাজার এলাকা। সঙ্গে সঙ্গে ওই এলাকা সংলগ্ন প্রায় ৮ হাজার মানুষকে ওইখান থেকে সরিয়ে নিরাপদে আশ্রয় দেওয়া হয়। বর্তমানে বৃষ্টির জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রায় ৪৫ বছর পর তাজমহল কমপ্লেক্সের বাইরের দেওয়াল স্পর্শ করে যমুনার জল। নদীর জলে প্লাবিত হয় তাজমহলের পিছনের অংশের বাগান। তার ঠিক দু'বছর পর ফের যমুনার জল ছুঁয়ে ফেলল তাজমহলের প্রাচীর।
তাজমহলের প্রাচীর ছুঁল যমুনার জল, এবার কি ভাসবে দিল্লি?
The water levels in the Yamuna river rose further here on Sunday, exceeding the danger mark and reaching the walls of the Taj Mahal, officials said. https://t.co/4Q3pY4wSMe
— The Siasat Daily (@TheSiasatDaily) September 7, 2025