মহেশ পণ্ডা (ছবিঃX)

নয়াদিল্লিঃ কথায় আছে চেষ্টার কাছে হার মানে সকল বাধা তা আরও একবার প্রমাণ করলেন জাজপুর জেলার ৩২ বছর বয়সি দৃষ্টিহীন শিক্ষক মহেশ পণ্ডা সম্প্রতি ড়িশা সিভিল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি তৃতীয়বার প্রচেষ্টায় ৩০০ র‍্যাঙ্ক করেছেন মহেশ জানা গিয়েছে, ওড়িশার বিরুহান গ্রামের বাসিন্দা তিনি ২০১৬ সাল থেকে কটক জেলার আঠাগড়ের আদর্শ বিদ্যালয়ে ওড়িয়া ভাষার শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন তিনি স্থানীয় সূত্রে খবর, ছেলেবেলা থেকেই দৃষ্টিহীন মহেশ পাঁচ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি চাষবাস করে পাঁচ ছেলেমেয়েকে বড় করে তুলেছেন তাঁর বাবা ছেলেবেলা থেকেই পড়াশোনায় মনযোগী ছিলেন মহেশ বাবা লক্ষ্মীনারায়ণ বলেন, "ছোটবেলা থেকেই পড়তে পড়াতে ভালবাসে ছেলে কিন্তু ওই চোখটা! অনেক চিকিৎসা করিয়েও দৃষ্টি ফেরাতে পারিনি ছেলেটার শেষে সবটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলাম" গিয়েছে, ২০০৯ সালে নুয়াপাড়ার ব্লাইন্ড স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন মহেশ এরপর র‍্যাভেনশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন পরবর্তীতে কোরাপুট কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে বি.এড এবং উৎকল বিশ্ববিদ্যালয় থেকে ওড়িয়া ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন

মনের জোরে কেল্লাফতে, ওড়িশা সিভিল সার্ভিসে সফল দৃষ্টিহীন শিক্ষক