২০০৮ থেকে ২০২২, ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি পার করলেন প্রায় দেড় দশক(14 Years Kohli’s International Debut)। ২০০৮ সালের ১৮ই অগাস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাম্বুলায় জাতীয় দলের জার্সি গায়ে প্রথম মাঠে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপর ভারতীয় ক্রিকেট যেন আবর্তিত হয়েছে দিল্লির এই ক্রিকেটারকে ঘিরে। মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়ার অনেক আগে থেকেই জাতীয় দলের নেতৃত্ব সামলেছেন। ব্যাটিং দক্ষতার কারণে বিশ্বের সেরা ব্যাটারদের তালিকার প্রথমদিকে বিরাট কোহলি । পেয়েছেন রানমেশিন তকমা। দলকে আইসিসি ট্রফি দিতে না পারলেও বিরাটের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছে ভারত। মাঠে তাঁর আগ্রাসনকে সমীহ না করে উপায় থাকে না বিপক্ষ দলের। ৩৩ বছরের ক্রিকেটারের আগুনে ফর্মের ধার ভোঁতা হলেও বিরাটের মতো ক্রিকেটাররা সবসময়ই আনপ্রেডিক্টেবল। ব্যাটে রান নেই বহুদিন যাবৎ। সমর্থকদের জন্য এই বিশেষ দিনে ইনস্টাগ্রামে একটি স্পেশাল ভিডিও পোস্ট করলেন বিরাট কোহলি। ১০ সেকেন্ডের ভিডিওতে প্রায় গোটা কেরিয়ারের কোলাজ তুলে এনেছেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বছরের পূর্তিতে কোহলি ভক্তদের একটাই আবেদন, ফিরে আসুক পুরনো বিরাট। ব্যাটে উঠুক ঝড়।
View this post on Instagram