বেড়াতে গিয়ে এ কী কাণ্ড! কী তাই ভাবছেন তো? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে একটি ভিডিয়ো (Video)। যাতে দেখা যাচ্ছে বাস (Bus) থামিয়ে রাস্তার মাঝে দুই পক্ষের মধ্যে বচসা চলছে। কথা কাটাকাটি চলতে চলতে আচমকা এক যুবক অন্য আর এক যুবককে রাস্তার পাশের রেলিং-এর ওপারে ফেলে দিলেন। রেলিং-এর ওপারে শুধুই বনজঙ্গল। সঙ্গে-সঙ্গে ওই ব্যাক্তিকে উদ্ধার করতে ছুটে গেলেন উপস্থিত জনতা। 'ঘর কা কালেশ' নামক একটি পেজ থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে শিমলা রেল স্টেশনের কাছে। পাস নিয়ে দু'দল পর্যটকের মধ্যে ঝামেলা বাঁধে। যার জেরে এই ঘটনা ঘটিয়ে বসেন এক পর্যটক। ভাইরাল ভিডিয়োর কমেন্টে অনেকেই দু'পক্ষকে মাথা ঠাণ্ডা করার পরামর্শ দিয়েছেন। কেউ-কেউ আবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
এই খবরটিও পড়ুনঃ দরজা থাকতে জানালা দিয়ে বাসে ওঠার চেষ্টা, পড়ে গিয়ে কাণ্ড ঘটালেন যুবক, দেখুন ভাইরাল ভিডিয়ো
দেখুন ভাইরাল ভিডিয়োটি
Kalesh b/w Tourist groups near Shimla railway station over pass issue, escalating into physical fight & a person being thrown down a cliff! HP
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 24, 2024