Uttar Pradesh: ‘বাবুজি’র মৃত্যুতে শোকস্তব্ধ এই গ্রাম, পারলৌকিক ক্রিয়ায় এল ৩ হাজার জনতা
প্রতীকী ছবি (Photo Credits: Video Grab)

সাহারানপুর, ২৩ আগস্ট: বাবুজির (Babuji) মৃত্যুর ১৩ দিন পর পারলৌকিক ক্রিয়ায় অংশ নিতে এই কুর্দি গ্রামেই ৩ হাজার জনতা জমায়েত হয়েছিল গত শনিবার৷  বলা বাহুল্য, এই বাবুজি একজন ধর্মের ষাঁড় (Bull)৷ যে গত ১৫ আগস্ট মারা গেছে৷ শনিবার ৩ হাজার জনতার ভূরিভোজ ও বাবুজির পারলৌকিক ক্রিয়াকর্মে জন্য কুর্দির জনতা বিরাট অংকের চাঁদা সংগ্রহ করে৷ গ্রামের কিছু টেকস্যাভি যুবক মৃত বাবুজির ছবি ক্রপ করে তাতে টাকা ও ফুলের মালা জুড়ে দেয়৷ এই ছবি বাবুজির পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠানে রাখা হয়েছিল৷ পুরোহিতকে দিয়ে আরও কিছু ধর্মানু্ষ্ঠান করা হয়৷ এর মধ্যে সৎকার, রসম পাগড়ি ও পারলৌকিক ক্রিয়া রয়েছে৷

বলাবাহুল্য, বাবুজিকে ষাঁড় বলতে নারাজ গ্রামের বাসিন্দারা৷ এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, “বাবুজি ঈশ্বরিক উপহার৷ শৈশবে বাবুজি গ্রামের পবিত্র স্থান ভুমিয়া খেদায় সবসময় ঘুরে বেড়াত৷ ভগবান শিবের পবিত্র ষাঁড় নন্দীর নামেই স্থানীয়রা তাকে ডাকত৷ তার উপস্থিতি আমাদের জীবনকে আনন্দিত করেছে৷ আমরা আশাকরি তার আত্মা শান্তি পেয়েছে৷” বাবুজির শেষকৃত্যে নিয়োজিত পুরোহিত নরেশ পণ্ডিত বলেন, “পারলৌকিক ক্রিয়ার সময় সবাই এমন কান্নাকাটি করছিল যা দেখে বোঝা যায়, কুর্দির বাসিন্দাদের কতটা আপন ছিল এই বাবুজি৷ গ্রামের রাস্তায় বাবুজির অনুপস্থিতি স্থানীয়দের মনকে শোকগ্রস্ত করে তুলেছে৷ গ্রামের কোনও এক বাসিন্দার নিজস্ব ষাঁড় ছিল না৷ প্রত্যেক বাসিন্দার বাড়িতেই ছিল তার খাদ্যের ব্যবস্থা৷”  আরও পড়ুন-Coronavirus Cases In India: দেশে নতুন করোনা রোগী ২৫,০৭২ জন, কমল দৈনিক মৃত্যু

বাবুজির বয়স হয়েছিল ২০ বছর৷ শারীরিক কারণেই তার মৃত্যু হয়েছে৷ বাবুজি ছিল গ্রামের আশীর্বাদ৷   শিশুরা তাকে খুব পছ্ন্দ করত৷