প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ এখনও শান্ত হয়নি মণিপুর(Manipur)। এবার গ্রাম প্রধানকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কুকি জঙ্গিদের (Kuki Militants)বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মণিপুরের চূড়াচাঁদপুরে। মৃতের নাম এম হাওকিপ। বয়স ৫০। স্থানীয় সূত্রে খবর, র হেংলেপ সাব-ডিভিশনের টি খোনোম্ফাই গ্রামের প্রধান ছিলেন হাওকিপ। ওই গ্রামের রাস্তা থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, গ্রাম প্রধানের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ভারী বস্তু দিয়ে আঘাতের জেরে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় অভিযোগের তীর কুকি ন্যাশানাল আর্মির দিকে। যদিও হাওকিপের পরিবারের তরফে এখনও পর্যন্ত লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই চূড়াচাঁদপুর জেলার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় কুকি ন্যাশনাল আর্মির তরফে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

ফের অশান্ত মণিপুর, গ্রাম প্রধানকে পিটিয়ে খুনের অভিযোগ কুকি জঙ্গিদের বিরুদ্ধে