প্রতীকী ছবি (Photo Credits: File photo)

Vijayawada-Chennai Highway Accident: দ্রুত গতির গাড়ির সঙ্গে ট্রাক্টরের জোর ধাক্কা। বিজয়ওয়াড়া-চেন্নাই জাতীয় সড়কে গাড়ি এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তিন জন যাত্রীর প্রাণ গিয়েছে। গুরুতর আহত হন আরও ৩ জন। দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বোন্থাপাদুতে। জানা গিয়েছে, জুলাকাল্লুতে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে বিজয়ওয়াড়া-চেন্নাই জাতীয় সড়কে ট্রাক্টরের সঙ্গে যাত্রী বোঝাই গাড়ির জোর সংঘর্ষ হয়।

আরও পড়ুনঃ নাবালিকাকে অপহরণ করে নাগাতার ধর্ষণ, ২০ দিন পর উদ্ধার নির্যাতিতা

দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো...

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানাচ্ছেন চিকিৎসক। কীভাবে ট্রাক্টরের সঙ্গে যাত্রী বোঝাই গাড়িটির ধাক্কা লাগল তা তদন্ত করছে পুলিশ।