মুম্বই, ১৩ জুলাইঃ বন্দে ভারতের (Vande Bharat Express) মত ঝাঁ চকচকে ট্রেন যার পিছনে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা বিনিয়োগ করে চলেছে সেই সুপারফাস্ট এক্সপ্রেসে পরিবেশিত খাবারে মিলল মানুষের কাটা নখ। সাধারণ এক্সপ্রেস ট্রেনের তুলনায় বেশি পরিমাণ টাকা ব্যয় করে যাত্রী যখন বন্দে ভারত চড়ছেন তখন স্বাভাবিক ভাবেই ট্রেন ঘিরে তার প্রত্যাশা অনেক বেশি থাকবে। সদ্য মুম্বই-গয়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের (CSMT-Madgaon Vande Bharat Express) খাবারে নখ মেলা গিয়ে হুলুস্থুল কাণ্ড নেটপাড়ায়। ট্রেনে পরিবেশিত খাবারে নখ মেলার একটি ভিডিয়ো ওই যাত্রী শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো দৃষ্টি আকর্ষণ করে সকলের। ঘটনা জানাজানি হতেই আইআরসিটিসি-র (IRCTC) তরফে মুম্বই-গোয়া বন্দে ভারতের ক্যাটারিং কন্ট্রাক্টরের উপর মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাপিয়েছেন। আইআরসিটিসি-কে ২৫,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে মুম্বই-গোয়া বন্দে ভারতের ক্যাটারিং কন্ট্রাক্টরকে।
বন্দে ভারতের খাবারে নখ, দেখুন ভিডিয়ো...
This video is from #VandeBharatExpress #VandeBharat Train No. 22230(01.07.23) human nail ( नाखुन) in food. Earlier video deleted on request of @IRCTCofficial But till date no action taken as they assured culprits will be punished. @KonkanRailway @AshwiniVaishnaw @narendramodi pic.twitter.com/Qzqa84Ooix
— Machhindraa (@MachindrapIND) July 8, 2023
মুম্বই-গোয়া বন্দে ভারতের (Mumbai-Goa Vande Bharat Express) ওই যাত্রী নিজের খাবারের মধ্যে থেকে মানুষের কাটা নখ মিলতেই সেই ঘটনা রেকর্ড করে নেটপাড়ায় ছাড়েন। এরপরেই একে একে অন্যান্য যাত্রীরা সোচ্চার হন। সোশ্যাল মিডিয়া জুরে তাঁরা লিখতে থাকেন, মুম্বই-গোয়া বন্দে ভারতে খাবারের গুণগত মান একেবারেই পড়ে গিয়েছে।