Covid Vaccination: ভ্যাকসিনের প্রথম ডোজের পর করোনা আক্রান্ত হলে ৩ মাস পর দ্বিতীয় ডোজ, জানাল কেন্দ্র
ছবি ট্যুইটার

দিল্লি, ১৯ মে: কোভিড ভ্যাকসিনের (Covid Vaccine) প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হলে কী করবেন, এবার সে বিষয়ে গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর করোনা থাবা বসালে, সেরে ওঠার ৩ মাস পর নিতে হবে দ্বিতীয় ডোজ৷

করোনার (Corona) ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ৪৫ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা জানানো হয় প্রথমে৷ সাধারণ ক্ষেত্রে আগের নিয়মই বলবৎ রয়েছে৷ তবে প্রথম ডোজ নেওয়ার পর যাঁরা করোনা (COVID 19) আক্রান্ত হবেন, তাঁদের দ্বিতীয় ডোজ নিতে হবে, সেরে ওঠার ৩ মাস পর৷ এ ক্ষেত্রে প্রথম ডোজের ৪৫ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে না বলে জাানো হয় দ্যা ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অফ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড ১৯-এর তরফে৷

আরও পড়ুন: AAP: 'দেশের শিশুদের নিরাপত্তা নিয়ে ভাবছেন কেজরি, বিজেপি ভাবছে সিঙ্গাপুরের কথা'

এরপরই দ্যা ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অফ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড ১৯-এর ওই মতামতকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রেকর তরফে দেওয়া হয় শিলমোহর৷