বৃষ্টি বিধ্বস্ত উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রায় নিত্যদিনই নামছে ভূমি ধস। বন্ধ করতে হচ্ছে রাস্তা। বৃষ্টির জেরে লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরের এই অঞ্চলে। কিন্তু সেই সমস্ত ঝুঁকি সত্ত্বেও ভ্রমণে বিরাম নেই। বৃহস্পতিবার কেদারনাথ যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে ভূমিধসের (Uttarakhand Landslide) কবলে পড়ে মৃত্যু হয়েছে ৫ জন তীর্থযাত্রীর।
পুলিশ আধিকারিন সূত্রে খবর, কেদারনাথ (Kedarnath) যাওয়ার পথে রুদ্রপ্রয়াগের (Rudraprayag) চৌকি ফাতায় ভূমিধসের মুখে পড়ে ৫ তীর্থযাত্রীর ওই গাড়ি। তাঁদের মধ্যে একজন গুজরাটের বাসিন্দা। বৃহস্পতিবার ভারি বৃষ্টি মাথায় নিয়ে যাত্রার সময়ে কেদারনাথের পথে ভূমিধস নামে। হাইওয়ের ৬০ মিটার দূরুত্ব পর্যন্ত ধসে যায়। সেই ধসেই চাপা পড়ে ওই তীর্থযাত্রীদের গাড়ি। মৃত্যু হয়েছে ভিতরে থাকা পাঁচজনেরই।
শুক্রবার সকালে রাস্তা সারাইয়ের সময়ে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয়েছে ওই গাড়ি সহ পাঁচ তীর্থযাত্রীর মৃতদেহ। টানা একনাগাড়ে বৃষ্টিতে ভুগছে উত্তরাখণ্ডের বিভিন্ন জেলা। যাদের মধ্যে রয়েছে রুদ্রপ্রয়াগও। বন্যা এবং ভূমিধসে বিগত কয়েকদিনে বহু তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।