নয়াদিল্লি: উত্তরাখণ্ডের (Uttarakhand) উধম সিং নগরে গত ২৮ মার্চ শ্রী নানকমত্তা সাহেব গুরুদ্বার (Gurdwara) এর প্রধান বাবা তারসেম সিংকে (Baba Tarsem Singh) গুলি করে হত্যা করেছিলেন অমরজিৎ সিং। উত্তরাখণ্ড এসটিএফ এবং হরিদ্বার পুলিশের এনকাউন্টারে তিনি নিহত হয়েছেন। উত্তরাখণ্ডের ডিজিপি অভিনব কুমার জানিয়েছেন, হরিদ্বারের ভগবানপুর থানা এলাকায় এনকাউন্টার হয়।
আরও পড়ুন: Ted Baker Layoffs: মন্দার কবলে ব্রিটেন! বিলাসবহুল পোশাক কোম্পানি টেড বেকার বন্ধ করছে ১৫টি দোকান
গত রবিবার পুলিশ বাবা তারসেম সিংকে হত্যার ষড়যন্ত্রে জড়িত তিন অভিযুক্ত পরগট সিং, জসপাল সিং ভাট্টি এবং সুখদেব সিং গিলকে গ্রেফতার করে। তবে প্রধান অভিযুক্ত অমরজিৎ সিং এবং সরবজিৎ সিং উভয়েই পলাতক ছিল, তাদের খুঁজে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ। সরবজিৎ সিং এখনও পলাতক রয়েছেন।