FIR and Arrest (Photo Credits: IANS)

লখনউ, ১১ জুলাইঃ প্রেমিকাকে দামিদামি উপহার দেওয়ার জন্যে চুরির ফাঁদ পেতেছে প্রেমিক। বাইক চুরি করে তা বিক্রি করা এবং সেই টাকায় প্রেমিকার জন্যে দামি উপহার কেনা। এই ছিল যুবকের মাস্টার প্ল্যান। সঙ্গে শাগরেদ করেছিলেন দুজনকে। একজন তার প্রেমিকার দাদা এবং অপরজন তার বন্ধু। এভাবেই বেশ চলছিল তাঁদের। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) লখনউয়ের (Lucknow) বিভিন্ন এলাকা থেকে তাঁরা বাইক চুরি করে তা কখনও ২০০০ আবার কখনও ৩০০০ টাকায় বিক্রি করতেন তাঁরা।

তবে বেশি দিন চুরির পরিকল্পনা এগোল না। লখনউ পুলিশের কাছে ধরা পড়লেন যুবক এবং তার দুই সঙ্গী। তাঁদের সঙ্গে পুলিশ উদ্ধার করেছে ১৭টি বাইক। পুলিশের অনুমান তাঁদের কাছে আরও চুরির বাইক রয়েছে। লখনউ পুলিশ সূত্রে খবর, চোরের দলের মূল মাথা হলেন নেপাল নিবাসী অনশ সিংহ (১৮)। তবে বর্তমানে তার পরিবার লখনউয়ের মানক নগর এলাকায় থাকে। এছাড়াও দলে রয়েছে তার প্রেমিকার দাদা দীপক শর্মা (২২)। এবং

বন্ধু প্রিয়াংশু কাশ্যপ (২১)। তাঁরা দুজনেই লখনউ নিবাসী।

লখনউ কৃষ্ণনগরের লোক বন্ধু ক্রসিংয়ের কাছে বাইক চুরি করাকালীন পুলিশ তাঁদের হাতেনাতে ধরেন। তাঁদের থেকে উদ্ধার হয়েছে ১৭ টি বাইক এবং সেগুলো চালানোর জন্যে একটি মাস্টার চাবি। পুলিশি জেরায় নিজেদের বাইক চুরির অপরাধের কথা স্বীকার করেছেন অভিযুক্তরা