গাজিয়াবাদ, ২৬ মেঃ মন্দিরের গা দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা (Ganga)। পুজো দিতে এসে গঙ্গা স্নান সেরে চেঞ্জিং রুম থেকে পোশাক বদল করে শুদ্ধ শরীরে আরাধনা করেন পুণ্যার্থীরা। কিন্তু মন্দিরের বাইরে সেই চেঞ্জিং রুমেই মিলল লুকনো ক্যামেরা। যা থেকে উদ্ধার হয়েছে অন্ততপক্ষে ৩২০ জন মহিলার পোশাক বদলানোর ভিডিয়ো। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) গাজিয়াবাদের মুরাদনগরে ওই মন্দিরের বাইরে গঙ্গার পাশে অবস্থিত চেঞ্জিং রুমের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে।
পুজো দিতে এসে গঙ্গায় ডুব দিয়ে চেঞ্জিং রুমে এক মহিলা এবং তাঁর মেয়ে পোশাক বদলানোর সময়ে প্রথম ওই লুকনো ক্যামেরা খেয়াল করেন। এরপর তাঁরা খবর দেন পুলিশে। গোটা ঘটনায় মুকেশ গোস্বামী নামে মন্দিরের এক পুরোহিতের হাত রয়েছে বলে দাবি পুলিশের। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক ওই পুরোহিত। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে গাজিয়াবাদ পুলিশ। খোঁজ চলছে অভিযুক্তের।
गाजियाबाद : मंदिर के बाहर चेंजिंग रूम के CCTV से पुलिस को करीब 320 महिलाओं के क्लिप्स मिले हैं। ये डेटा सिर्फ 5 दिन का है, बाकी डेटा गायब है। महंत मुकेश गोस्वामी फरार है। वो अपनी पत्नी को मुरादनगर नगर पंचायत चेयरमैन का चुनाव BJP के टिकट पर लड़ा चुका है।#Ghaziabad #Up https://t.co/OnCqkeSqVP pic.twitter.com/yGrQKfdgNv
— Sachin Gupta (@SachinGuptaUP) May 26, 2024