প্রতীকী ছবি (Photo Credits: PTI)

বরেলি, ২২ ডিসেম্বরঃ চার বছরের একটি শিশুকে খুন করে পালাচ্ছিল এক যুবক। এমন সময় দ্রুতগামী এক গাড়ি এসে ধাক্কা মারে ওই যুবককে। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে নিয়ে যায় হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম নরেশ লাল। শ্রমিকের কাজে বিহার থেকে উত্তরপ্রদেশ এসেছিল সে। কিন্তু নরেশের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন নইম বাঘ নামে তাঁর এক সহকর্মী। নইমের চার বছরের ছেলেকে খুন এবং ভাইপো অমনকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে নরেশের বিরুদ্ধে। করোনার ভয়ে ২ বছর ধরে গৃহবন্দী মা-মেয়ে, নাজেহাল বাবা

নইম জানিয়েছেন, বিহারের বাসিন্দা নরেশ। দিনমজুরের কাজ নিয়ে সে উত্তরপ্রদেশ আসে। তাঁরা একসঙ্গেই কাজ করতেন। গত ১৯ ডিসেম্বর নইমের ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে বরেলি আসেন নরেশ। বুধবার বিয়ের অনুষ্ঠানের মাঝে দুই বাচ্চাকে নিয়ে আখের ক্ষেতে যায় নরেশ। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় কিন্তু তাঁরা ফিরছে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। আখ ক্ষেতে দুই বাচ্চাকেই বেহুঁশ অবস্থায় পাওয়া যায়। তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনকে মৃত বলে জানায় চিকিৎসক। আর অপরজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা চলছে। শাহরুখকে পুড়িয়ে মারার হুমকি, অয্যোধ্যার সাধুর গ্রেফতারির দাবি নেটিজেনদের

পুলিশ জানিয়েছে, ‘নরেশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করার কিচ্ছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি নরেশের দুর্ঘটনার খবর। তবে চিকিৎসা চলাকালীন মারা গিয়েছে অভিযুক্ত’।