হাপুর, ১৯ মে: লকডাউনের মধ্যে হেঁটে গ্রামে ফিরতে চেয়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। এই অপরাধে তাঁদের রাস্তায় ফেলে বেধড়ক পেটালো কর্তব্যরত পুলিশকর্মী। সেই মারধরের ভিডিও ভাইরাল হতেই অভিযু্ক্ত পুলিশকর্মীর (Uttar Pradesh Police) কৃতকর্ম প্রকাশ্যে এসে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই পরিযায়ী শ্রমিক হেঁটে বাড়ি ফিরতে চেয়েছেন বলে তাঁদের পথ আটকে রাস্তায় ফেলে বেধড়ক মারছে ওই পুলিশকর্মী। অভিযুক্ত কনস্টেবলের সঙ্গে রয়েছে এক হোমগার্ডও দুজনেই পালা করে ২ পরিযায়ী শ্রমিককে মেরে চলেছে। পুলিশের মার থেকে বাঁচতে আক্রান্ত ২ পরিযায়ী শ্রমিককে হাপুরের রাস্তায় রীতিমতো হামাগুড়ি দিতে দেখা গেল। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, ওই দুই পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরতে দেখেই এই দুই পুলিশের লাঠি সক্রিয় হয়ে ওঠে। আরও পড়ুন-Eid al-Fitr 2020: ইদের নামাজ বাড়িতেই পড়ুন, ফতোয়া জারি করল দার-উল-উলুম দেওবন্দ
In UP's Hapur district, cops ask two men to roll on the road in the scorching heat near a railway crossing, dangerously close to railway tracks. This was the punishment for not wearing mask. @Uppolice pic.twitter.com/4fbGA4Q0b8
— Piyush Rai (@Benarasiyaa) May 19, 2020
অভিযুক্ত কনস্টেবল ও হোমগার্ডকে চিহ্নিত করা গিয়েছে। তারা হল অশোক মিনা ও শরাফত আলি। দুই মক্কেল আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের হামাগুড়ি দিতে বাধ্য করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত কনস্টেবল অশোক মিনাকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। একইভাবে হোমগার্ড শরাফত আলির বিরুদ্ধে হোমগার্ডের কম্যান্ডান্টের কাছে অভিযোগ জমা পড়েছে। হাপুরের অতিরিক্ত পুলিশ সুপার সারভেশ মিশ্র বলেছেন, এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।