প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বারানসি, ১৮ মেঃ পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার পদক্ষেপ। ফেসবুক লাইভে এসে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন যুবক (Suicide on Facebook Live)। সেই সময়ে বাড়িতে কেউ ছিল না। ফাঁকা বাড়ির সুযোগে আত্মহত্যার সিদ্ধান্ত নেন কনদ রঘুবংশী। বাড়ি ফিরে যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবার। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বারানসির (Varanasi) লালপুর থানা এলাকার ঘটনা।

ঘটনাস্থলে পৌঁছায় লালপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্যে। যুবকের আত্মহত্যার পিছনে তাঁর পারিবারিক অশান্তি লুকিয়ে রয়েছে বলেই দাবি করছেন পুলিশ। মৃত্যুর আগে শেষবারের জন্য ফেসবুক লাইভে এসেছিলেন কনদ। তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আমার বাড়ি হারিয়ে গিয়েছে। যাদের আমি কাছের মানুষ ভাবতাম তাঁরা আজ আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে। আমার স্ত্রীর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবা এবং পরিবারের সকলের কাছেই আমি ক্ষমা চাইছি। আমি তোমার যোগ্য সন্তান নই বাবা'। নিজের কথা শেষ করে ফেসবুক লাইভ চলাকালীনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা হরেন কনদ।

পুলিশ সূত্রে খবর, মৃতের দাদা একজন সমাজকর্মী। একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান লেনিন রঘুবংশী। সদ্যই একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে বিদেশ পাড়ি দিয়েছিলেন তিনি। আর তার মাঝেই আত্মহত্যা ভাইয়ের।

মৃতের প্রতিবেশী সূত্রে খবর, ২০২১ সালে সেপ্টেম্বর মাসে প্রেম করে বিয়ে করেছিলেন কনদ। কিন্তু বিয়ের পরেই কাজ চলে যায় তাঁর। দিনের পর দিন বেকারত্ব ভুগতে থাকে সে। অর্থনৈতি অনটনের জেরে মাদকাসক্ত হয়ে পরেছিল ৩৫ বছরের যুবক।