দিল্লি, ২০ জুন: তীব্র দাবদাহ চলছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। প্রচণ্ড গরমের জেরে উত্তরপ্রদেশের বেশ কিছু জেলায় মানুষ অসুস্থ হয়ে পড়তে শুরু করেছেন। বর্তমানে উত্তরপ্রদেশে যেভাবে গরমের জেরে নাকাল মানুষ, তাতে নয়া নির্দেশ দেওয়া হল যোগী সরকারের তরফে। উত্তরপ্রদেশের প্রত্যেকটি সরকারি হাসপাতালে যাতে ১০-১৫টি করে শয্যা গরমের জেরে অসুস্থ মানুষের জন্য সংরক্ষিত থাকে, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রীর দফতরের তরফে। তীব্র গরমের জেরে যাঁরা অসুস্থ হয়ে পড়ছেন, তাঁদের জন্য হাসপাতালের শয্যা কিছু সংরক্ষিত রাখতে হবে বলে জানানো হয়। যার মধ্যে জ্বর, বমি, ডায়রিয়ার মত উপসর্গ যাঁদের রয়েছে, তাঁরাও ওই শয্যা হাসপাতালে ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়।
প্রসঙ্গত বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানায় বৃষ্টির দেখা নেই। এইসব রাজ্যে ক্রমাগত গরম বাড়ছে। ফলে মানুষকে সচেতন করতে সতর্কতা জারি করা হচ্ছে আবহাওয়া দফতর এবং সরকারের তরফে একযোগে।