উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশাম্বি জেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে প্লাইউড গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বিস্ফোরণের রেশ এতটাই সাংঘাতিক যে আশেপাশের কয়েকটি বাড়ির ছাদ সহ বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে লক্ষাধিক টাকার জিনিসপত্র। ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে দুটি শিশু। চিকিৎসার জন্যে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
শুক্রবার রাতে কৌশাম্বির একটি প্লাইউড গুদাম এবং পাশের এক জলখাবার তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন লাগে। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছয় সেখানে। তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই গুদাম এবং কারখানার মালিক হিমাংশু কেসারওয়ানির। একটি বাড়ি ভাড়া নিয়ে ওই এলাকায় প্লাইউডের গুদাম এবং একটি জলখাবার তৈরির কারখানা পরিচালনা করতেন হিমাংশু।
এক পুলিশ আধিকারিক সূত্রে খবর, শুক্রবার রাত ১১টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ে। কেন এবং কীভাবে কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটল সেই তদন্ত করছে পুলিশ।