সীতাপুর, ১৭ মার্চঃ নিজেই নিজেকে অপহরণ করল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সীতাপুর জেলার নবম শ্রেণীর এক ছাত্র। পরিবারের থেকে মুক্তিপণের টাকা নিয়ে আইফোন কিনবে সে। পরিকল্পনা মত পরিবারের চোখে ধুলো দিয়ে নিজের এক বন্ধুর বাড়িতে ঘাপটি মেরে লুকিয়ে থাকে সে। বন্ধুর মোবাইল থেকে বাবাকে মেসেজ করে নিজের মুক্তিপণ (Ransom Money) হিসাবে ৫ লক্ষ টাকা দাবি করে যুবক।
সেই টাকায় নিজের জন্যে একটি আইফোন (IPhone) কিনবে সে, এমনই পরিকল্পনা সাজিয়েছিল। কিন্তু ছেলের অপহরণের কথা জানতে পেরে পুলিশের দারত্ব হন বাবা। নবম শ্রেণীর ছাত্রের নিজেকে অপহরণের পরিকল্পনায় জল ঢালে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বাবার সঙ্গে একাই থাকে ছেলেটি। মা গত হয়েছেন। বাবার ছোট একটি জামাকাপড়ের দোকান রয়েছে। ছেলে আইফোনের বায়না করলেও বাবার সে সামর্থ ছিল না। তাই আইফোন কিনে দিতে পারেননি। কিন্তু ছেলে নাছোড়বান্দা। নিজেকে অপহরণের (Kidnap) ছক সাজিয়ে ফেলে ১৫ বছরের ছাত্র। মুক্তিপণে বাবার থেকে ৫ লক্ষ টাকা দাবিও করে সে।
বুধবার স্কুল থেকে ছেলে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান বাবা। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু কোথাও কোন খবর পাওয়া যায় না। রাতে হোয়াটসঅ্যাপে ছেলের মুক্তিপণ হিসাবে ৫ লক্ষ টাকা চেয়ে একটি মেসেজ ঢোকে তাঁর ফোনে। যা দেখে মাথায় হাত ব্যক্তির। এরপর তিনি পুলিশের দারস্ত হন। পুলিশ তদন্ত শুরু করতেই গোটা ঘটনার জট কাটে। বন্ধুর বাড়ি থেকে যুবককে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে দেন পুলিশ।