লখনউ, ১৫ মে: রাজ্যের অনুরোধে শ্রমিকদের বাড়ি ফেরাতে চালু হয়েছে বিশেষ ট্রেন। এই ট্রেনে চড়ে উত্তরপ্রদেশে ফেরার জন্য পরিযায়ী শ্রমিকদের থেকে কোনও টাকা নেওয়া হবে না। শুক্রবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রাজ্যের স্বরাষ্ট্র সচিব অবনীশ অবস্তি এনিয়ে বলেন, “রাজ্যের অনুরোধে চালু বিশে, ট্রেনে চড়ে বাড়ি ফিরা শ্রমিকদের থেকে কোনও টাকা নেওয়া হবে না। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের তরফে ভাড়া বাবদ টাকা রেলকে দিয়ে দেওয়া হবে।” আরও পড়ুন- Migrant Worker Dies: বাড়ি ফিরতে ৩০ কিমি হেঁটে ট্রেন ধরতে চেয়েছিলেন, হৃদরোগে প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের
অন্য রাজ্য থেকে এই বিষয়ে যেসব তথ্য এসেছে তার ভিত্তিতে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে এবার কাজ পাবেন। আগামী দিনে তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতেই বিভিন্ন কাজে লাগানো হবে। রাজ্যে ফেরা শ্রমিকদের মধ্যে যাদের স্বাস্থ্য পরীক্ষা হয়ে গিয়েছে, তাঁদের খাবার-সহ হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পর পর কয়েকটি মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ কোনও পরিযায়ী শ্রমিকই পায়ে হেঁটে বা দুচাকার যানে চড়ে রাজ্যে ফিরতে পারবেন না। বৃহস্পতিবার ৩১৮টি ট্রেন চড়ে বিভিন্ন রাজ্য থেকে উত্তরপ্রদেশে ফিরেছেন ৩.৮৪ লক্ষ পরিযায়ী শ্রমিক। যেখানে বাসে করে বিভিন্ন রাজ্যে আটকে পড়া পড়ুয়া ও বাকিদের মিলিয়ে ৭২ হাজার ৬৩৭ জনকে উত্তরপ্রদেশে ফেরানো হয়েছে। প্রায় হাজার খানেক পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে ও সাইকেলে রাজ্যে ফিরেছেন। যারা বাড়ির বাইরে মাস্ক না পড়ে ঘুরছেন, তাদের জন্য ১০০ টাকা জরিমানা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার।