প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মিরাট, ১০ এপ্রিলঃ নেশায় মত্ত হয়ে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিলেন এক ব্যক্তি। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মিরাটের বাসিন্দা অশ্বিনী শর্মা মাদকাসক্ত হওয়ার দরুন স্ত্রী তাঁকে ছেড়ে সন্তানদের নিয়ে চলে যান বাপের বাড়ি। আর তার পরেই নিজের পৈতৃক বাড়িতে আগুন জ্বালিয়ে দেন তিনি।

পুলিশ জানায়, বাড়িতে আগুন লাগানোর সময়ে মত্ত অবস্থাতেই ছিলেন অশ্বিনী। চারিদিকে আগুন জ্বলে উঠতেই নেশা কেটে গিয়ে হুঁশ ফেরে তাঁর। বাড়ি থেকে পালিয়ে প্রাণে বেঁচেছেন তিনি এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা।

পেশায় অশ্বিনী একজন ট্রাক চালক। মাদকের নেশাতেই ডুবে থাকেন সর্বক্ষণ। স্বামীর মাদকের নেশার জেরে অতিষ্ঠ হয়ে তাঁকে ছেড়ে চলে যায় স্ত্রী। তিন সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন অশ্বিনীর স্ত্রী বিজিতা।

পুলিশকে অশ্বিনী জানান, ঘটনার দিন স্ত্রীকে বার বার ফোন করে ফিরে আসতে বলেন তিনি। হুমকি দেন, সে ফিরে না এলে বাড়িতে আগুন জ্বালিয়ে দেবেন তিনি। কিন্তু স্ত্রী বিজিতা তাঁকে স্পষ্ট জানিয়ে দেয়, তাঁর যা খুশি সে করুক, চাইলে বাড়িতে আগুন জ্বালিয়ে দিক। তবু সে ফিরে আসবে না।

স্ত্রী ফোন রেখে দিতেই মত্ত অবস্থায় দেশলাই জ্বালিয়ে ঘরের বিছানায় ছোড়েন অশ্বিনী। সেই আগুন ক্রমেই সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল অফিসে। দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়।