Silent Death by Heart Attack: নীরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ছে, উত্তরপ্রদেশে মৃত আরও ২
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

অয্যোধ্যা, ১৫ মার্চঃ নীরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হার দিনে দিন বেড়ে চলেছে, বলছে রিপোর্ট। উত্তরপ্রদেশে দুই ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল। নীরবে হার্ট অ্যাটাক প্রাণ কাড়ল তাঁদের (Sudden Death by Heart Attack)।

মঙ্গলবার উত্তরপ্রদেশ প্রয়াগরাজের ৫১ বছর বয়সী যোগা প্রশিক্ষক ওম প্রকাশ ত্রিপাঠি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। মৃত ব্যক্তির এক বন্ধু জানান, বিগত বেশ কিছু বছর ধরে ওম প্রকাশ তাঁদেরকে যোগার প্রশিক্ষণ দিচ্ছেন। শারীরিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। তবে এদিন নিজের যোগা প্রশিক্ষণ ক্লাসে সূর্য নমস্কারের প্রশিক্ষণ দেওয়াকালীন হঠাৎই অসুস্থবোধ করেন ওম প্রকাশ। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। চিকিৎসকরা যোগা প্রশিক্ষক ওম প্রকাশকে মৃত বলে জানান। ময়নাতদন্তের রিপোর্টে তাঁর মৃত্যুর কারণ হিসাবে হৃদরোগকে (Sudden Death by Heart Attack) উল্লেখ করা হয়েছে।

একাদিনে উত্তরপ্রদেশ অয্যোধ্যার আরও এক ব্যক্তির প্রাণ কেড়েছে হৃদরোগ। অয্যোধ্যার প্রধান শহর পরিকল্পনাকারী গোরকি কৌশিকের মৃত্যু হল মঙ্গলবার। ৪৫ বছরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। এদিন দুপুরে অফিসের কাজ চলাকালীন আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা বলেন, হাসপাতালে আনার অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে।