Joe Biden Visit of Ukriane: যুদ্ধের বর্ষপূতিতে আচমকাই কিয়েভে হাজির জো বাইডেন, যুদ্ধক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ঘুরলেন জেলেনস্কিকে নিয়ে
একেবারে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ইউক্রেনের পাশে থাকার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশের নিরাপত্তারক্ষী, গোয়েন্দাদের কথা না শুনে সোজা কিয়েভে গেলেন বাইডেন।
একেবারে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ইউক্রেনের পাশে থাকার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে কিয়েভে গেলেন বাইডেন। দেশের নিরাপত্তারক্ষী, গোয়েন্দাদের কথা না শুনে সোজা একেরবারে মধ্য কিয়েভে হেঁটে বেরালেন বাইডেন। সবটাই এত চট করে হল, অনেকেই বুঝে উঠতে পারলেন না। ঠিক ছিল পোল্যান্ড সীমান্তে দাঁড়িয়ে তিনি ইউক্রেন প্রেসিডেন্টের জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। রাশিয়ার মিসাইলের আওতায় থাকা ইউক্রেনে যাওয়া বাইডেনের পক্ষে মোটেও নিরাপদ নয় বলে তাঁকে পোল্যান্ড সীমান্ত পর্যন্ত যাওয়ার পরমার্শ দিয়েছিল পেন্টাগন।
কিন্তু সেসব না শুনে সোমবার একবারে যুদ্ধবিধ্বস্ত কিয়েভে হাজির হলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এই আচমকা সফরে দারুণ উজ্জীবিত ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে কিয়েভে ঘুরলেন বাইডেন। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হল। রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য ইউক্রেনকে আরও আধুনিক অস্ত্র সাহায্য় করার কথা ঘোষণা করলেন বাইডেন। আরও পড়ুন-জাপান থেকে চিনের পথে পান্ডা, দেখতে উপচে ভিড় চিড়িয়াখানায়
দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো
গত বছর ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেখানে আক্রমণ চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের শীর্ষ কর্তারা ইউক্রেন সফর করেছেন। কিন্তু একেবারে খোদ মার্কিন প্রেসিডেন্ট এভাবে যুদ্ধবিধ্বস্ত দেশে হাজির হবেন তা ভাবা যায়নি। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বর্ষপূর্তি হতে চলেছে।