Suraj Tiwari (Photo Credits: Twitter)

প্রবল ইচ্ছাশক্তি আর মনের জোর থাকলে এই পৃথিবীতে সব অসম্ভবকেই সম্ভব কর যায়। তেমনই এক জলজ্যান্ত নিদর্শন উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মনিপুরি জেলার কাশওয়া কুরাভলির বাসিন্দা সুরজ তিওয়ারি। ট্রেন দুর্ঘটনায় নিজের দুটো হাত এবং দুটো পা হারিয়েছে সে। হুইল চেয়ারই তাঁর জীবনের একমাত্র সম্বল হয়ে ওঠে। কিন্তু তা সত্ত্বেও আচমকা এই প্রতিবন্ধী জীবনে পিছয়ে পড়েননি সুরজ। হারিয়ে ফেলেননি মনের অদম্য ইচ্ছাশক্তি। ইউপিএসসি সিভিল সার্ভিস ২০২২ এর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেখিয়েছে সে (UPSC Civil Services Exam 2022)।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বুধবার, ২৪ মে ২০২২ এর পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে (UPSC Final Result 2022)। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৯৩৩ জন পরীক্ষার্থী। যাদের মধ্যে ৬১৩ জন পুরুষ এবং ৩২০ জন মহিলা। ইউপিএসসি-র (UPSC Exam) বিভিন্ন পদে নিয়োগের জন্যে যোগ্য তাঁরা। নিজের জীবনের সমস্ত প্রতিকূলতাকে পার করে উত্তরপ্রদেশের সুরজ তিওয়ারি তাঁদেরই একজন হয়ে উঠেছেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২০২২ এ নিজের জন্যে ৯১৭ তম স্থান অর্জন করেছেন।

২০১৭ সালের ২৯ জানুয়ারি ট্রেন দুর্ঘটনার মুখোমুখি জন সুরজ। উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে পড়াশুনা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু দিল্লিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। ট্রেন দুর্ঘটনায় দুটো হাত এবং দুটো পা হারান সুরজ। চলনশক্তি হারিয়ে একেবারে শয্যাশায়ী থেকেও স্বপ্ন দেখা ছাড়েননি তিনি।

কোডিড অতিমারি (Covid Pandemic) পরিস্থিতিতে তিনি ইউপিএসসি-র (UPSC Exam) জন্যে প্রস্তুতি শুরু করেন। প্রথম চেষ্টাতেই প্রিলিম এবং মেইন পাস করেছিলেন তিনি। কিন্তু ইন্টারভিউতে কয়েক নম্বরের জন্যে সিভিল সার্ভিস অধারা থেকে গিয়েছিল। আবার প্রস্তুতি নেওয়া শুরু করেন সুরজ। দ্বিতীয়বারের প্রচেষ্টাতেই সফলতা তাঁর হাতের মুঠোয় ধরা দিয়েছে। ব্যর্থতা, প্রতিকূলতা দেখে পিছিয়ে গেলে চলবে না, মনের জোর নিয়ে ভয়কে জয় করতে হবে। সুরজের কাহিনী সেই অনুপ্রেরণাই জুগিয়েছে।