প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মথুরা, ২৪ মে: মাত্র ৫০০ টাকার বিনিময়ে ৫ বছরের শিশুকন্যাকে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল এক মানসিক ভারসাম্যহীন মহিলার বিরুদ্ধে৷ ইতিমধ্যেই ওই মহিলাকে আটক করেছে পুলিশ৷ তবে এটি তার প্রথম অপরাধ নয়৷ আজ থেকে সাত বছর আগে একইভাবে বড়ো সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করেছিল আটক মহিলা৷ যার কাছে ছেলেকে বিক্রি করে সেই লোকই আজ তার স্বামী৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরায়৷ জানা গেছে, পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করার পাশাপাশি নাবালিকাকেও উদ্ধার করে৷ তারপর মথুরা শিশুকল্যাণ কমিটির নির্দেশানুসারে শিশুটির ডাক্তারি পরীক্ষার বন্দোবস্ত করা হয়৷ এরপর সরকারি হোমে নাবালিকাকে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ আরও পড়ুন-Tathagata Roy: বেনজির শব্দবাণ, ফের তথাগত-র নিশানায় বঙ্গ বিজেপি

Up Woman Trying To Sell 5-Year-Old Daughter for Rs 500 in Mathura

জানা গেছে, ৬ বছর আগে পাঞ্জাবের এক ব্যক্তির কাছে বড়ো মেয়েকে বিক্রি করেছিল ওই মহিলা৷   এই খবর জানার পর নারী পাচার বিরোধী ইউনিটকে এই ঘটনার তদন্তে নির্দেশ দিয়েছে চাইল্ড ওয়েফেয়ার কমিটি৷ এই প্রসঙ্গে কমিটির সদস্য স্নেহলতা চতুর্বেদী বলেছেন, “এই ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ যদি কারোর গাফিলতি প্রমাণিত হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷”