নয়াদিল্লিঃ ২০১৮ সাল থেকে নিখোঁজ স্বামী। তন্নতন্ন করে খুঁজেও খোঁজ মেলেনি তাঁর। অবশেষে মিলল খোঁজ। কিন্ত অন্যভাবে! সোশ্যাল মিডিয়ায় রিলসের মাধ্যমে স্বামীকে দেখতে পেলেন স্ত্রী। কিন্তু অন্য এক মহিলার সঙ্গে। জানা গেল ওই মহিলাকে ফের বিয়ে করে দিব্যি ভাল আছেন তিনি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। যুবকের নাম জিতেন্দ্র কুমার। হরদইয়ের আতামৌ গ্রামের বাসিন্দা তিনি। ২০১৭ সালে শীলু নামে এক তরুণীকে বিয়ে করেন তিনি। বিয়ের এক বছরের মাথায় কোল আলো করে আসে পুত্র সন্তান। কিন্তু এরপরই নিখোঁজ হয়ে যান জিতেন্দ্র। পুলিশের দ্বারস্থ হয় পরিবার। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি। স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর বাপের ফিরে এসেছিলেন শীলু। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিলসে স্বামীকে দেখতে পান শীলু। জিতেন্দ্রকে অন্য একজন মহিলার সঙ্গে থাকতে দেখা যায়। এরপর জানা যায়, জিতেন্দ্র জীবিত রয়েছেন। পঞ্জাবের লুধিয়ানায় এক তরুণীর সঙ্গে সংসার পেতেছেন তিনি। এই ঘটনার জানার পর পুলিশের দ্বারস্থ হন শীলু। সান্দিলা থানায় স্বামীর বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করেছেন তিনি।
৭ বছর ধরে নিখোঁজ স্বামী, অন্য মহিলার সঙ্গে ইনস্টাগ্রাম রিলে খোঁজ তাঁর
#हरदोई जिले के संडीला क्षेत्र से हैरान करने वाला मामला सामने आया है। सात वर्ष पूर्व पत्नी और बेटे को छोड़कर लापता हुआ एक युवक सोशल मीडिया पर दूसरी महिला के साथ रील बनाते हुए नजर आया। आटामऊ निवासी पिता ने उस समय बेटे की गुमशुदगी दर्ज कराई थी और बेटे के ससुरालियों पर हत्या कर गायब… pic.twitter.com/f08tkDPPtV
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) August 29, 2025