Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ স্ত্রীকে (Wife) দিয়ে জোর করে দেহব্যবসা। সম্মতি ছাড়া অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করে অনলাইনে পোস্ট করত স্বামী (Husband)। রাগে, ঘৃণায় স্বামীকে গলায় ফাঁস দিয়ে খুন করল স্ত্রী। সফট ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে, গলায় ফাঁস দিয়ে খুন বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই গ্রেফতার স্ত্রী। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের মুজফফরনগরে। ছয় বছর আগে বিয়ে হয় এই দম্পতির। তাঁদের চার বছরের একটি সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর শারীরিক অত্যাচার চালাতেন স্বামী। স্ত্রীকে অন্য পুরুষদের সঙ্গে যৌন সঙ্গম করতে জোর করা হত। তাতে রাজি না হলেই চলত অত্যাচার।

এয়াগের বশে স্বামীকে খুন স্ত্রীর

স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ভিডিয়ো সম্মত্তি ছারাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হত। দীর্ঘদিন এই অত্যাচার আর সহ্য করতে না পেরে স্বামীকে খুনে পরিকল্পনা করে স্ত্রী। সেইমতো সফট ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে অজ্ঞান করে গলায় ফাঁস লাগিয়ে দেয় সে। মৃত্যু হয় স্বামীর। প্রথমে আত্মহত্যা বলে দাবি করলেও পরে পুলিশি জেরায় গোটা ঘটনা স্বীকার করে অভিযুক্ত স্ত্রী। এরপরই তদন্তে নেমে মৃতের সঙ্গে দেহব্যবসায় নিযুক্ত কিছু ব্যক্তির যোগাযোগের হদিশ মেলে। তাঁদের সাহায্য নিয়েই স্ত্রীকে দিয়ে দেহব্যবসা করাতেন তিনি এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

স্ত্রীকে দিয়ে জোর করে দেহব্যবসা, রাগে স্বামীকে খুন সঙ্গিনীর