Uttar Pradesh: বিএসপি-র হয়ে ২০২২ বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট পাবেন না, দুঃখে আত্মঘাতী ব্যক্তি

গাজিপুর, ৩০ অক্টোবর: ২০২২ বিধানসভা নির্বাচনে দলের টিকিট দিতে রাজি হননি বিএসপি নেত্রী মায়বাতী। তাই আত্মঘাতী হলাম। মৃতদেহের পাশ থেকে এমনই সুইসাইড নোট উদ্ধার করেছে উত্তর প্রদেশ (Uttar Pradesh) পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি গাজিপুরের। মৃত ব্যক্তির নাম মান্নু প্রসাদ। তিনি একজন ব্যবসায়ী। যোগীর রাজ্যে ২০২২ সালে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে বহুজন সমাজ পার্টির তরফে প্রার্থী হতে চেয়েছিলেন মান্নু প্রসাদ। সুইসাইড নোটে তাঁর অভিযোগ, বিএসপি সুপ্রিমো মায়াবতী বলেছিলেন নির্বাচনে প্রার্থী হতে গেলে পার্টি ফান্ডে দিতে হবে ২ কোটি টাকা। যা দেওয়ার সামর্থ তাঁর নেই। তাই চূড়ান্ত পরিণতির সিদ্ধান্তই নিলেন। নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত। আরও পড়ুন- Fact Check: চাকরি দিচ্ছে আয়ুষ্মান ভারত? ভাইরাল খবরে তোলপাড় নেটদুনিয়া

এই সুইসাইড নোট প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ সোনি বলেছেন, সুইসাইড নোটটি খতিয়ে দেখা হচ্ছে। যতক্ষণ না তদন্ত সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কিছুই বলা যাবে না। এদিকে বিএসপি-র জেলা কো-অর্ডিনেটর গুড্ডু রাম বলেছেন, মৃত ব্যবসায়ীর সঙ্গে দলের কোনও যোগাযোগ ছিল না। বরং পার্টিকে কালিমালিপ্ত করতেই এই সুইসাইড নোটটি লেখা হয়েছে। যদিও প্রতিবেশীদের দাবি, ওই ব্যক্তি বিএসপি-র রাজনৈতিক সমাবেশ, অনুষ্ঠানে যোগ দিতেন। এমনকী বিএসপি-র স্থানীয় সভাপতিও তাঁকে আগামী ২০২২-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী করার কথা বলেন।