দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে লুকোচ্ছিল একাধিক মামলায় অভিযুক্ত নওশাদ ওরফে মুসা। অবশেষে উত্তরপ্রদেশে কুশীনগরে (Kushinagar) তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করল পুলিশ। জানা যাচ্ছে, শনিবার তল্লাশি অভিযানে পুলিশের সঙ্গে নওশাদের গুলি বিনিময়ও হয়। আর তাতেই আহত হয় অভিযুক্ত। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছে, পুলিশের গুলি তাঁর পায়ে লাগে, তারপর তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়ছিল। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে অবৈধভাবে গরুপাচারের একাধিক অভিযোগ ছিল। সেই সঙ্গে কমপক্ষে ১২টি ক্রিমিনাল কেসে অভিযুক্তও ছিল নওশাদ।
পুলিশ জানিয়েছে, "অনেকদিন ধরেই নওশাদের খোঁজ করছিল তদন্তকারী আধিকারিকরা। তাঁর সন্ধান দেওয়ার জন্যই ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়ছিল। সেই কারণেই গোপনসূত্রে খবর পেয়ে হনুমান গঞ্জ থানা এলাকায় নাকাবন্দি করা হয়। পুলিশ দেখেই নওশাদ হামলা চালায়। পাল্টা হামলায় সে গুরুতর জখম হয়, আর তারপরেই তাঁকে আমরা নওশাদকে আটক করা হয়। যিনি এই খবরটি দিয়েছেন তাঁকে অবশ্যই ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে"।
Kushinagar, Uttar Pradesh: SP Santosh Mishra has apprehended notorious cattle smuggler, Naushad, with a reward of ₹25,000, during Operation Wheelchair in Kushinagar.
SP Mishra says, "A criminal with a reward of ₹25,000 has been apprehended in a police encounter in Janpath,… pic.twitter.com/T6liDG0nVg
— IANS (@ians_india) September 15, 2024