Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ চিকিৎসককে (Doctor) অশালীন বার্তা। দিনের পর দিন বিরক্ত। এবার মহিলা চিকিৎসককে হয়রানির অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বস্তী জেলায়। অভিযুক্তের নাম মহেশ তিওয়ারি। বয়স ৪১ বছর। দীর্ঘদিন ধরে লখনউয়ের ডঃ রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসা করাতে যান তিনি। অভিযোগ সেখাই কর্মরত ৩২ বছরের ওই মহিলা চিকিৎসক। হাসপাতালেই ওই চিকিৎসকের সঙ্গে আলাপ হয় মহেশের। এরপরই তাঁর উপর আসক্ত হয়ে পড়েন মহেশ। রোগীর প্রস্তাব প্রত্যাখ্যান করতেই চিকিৎসককে হেনস্থা করা শুরু করেন অভিযুক্ত। সারাদিন চিকিৎসককে উত্যক্ত করতে থাকেন তিনি। অভিযোগ, দিএ ১ হাজার বার ফোন, ৫ হাজারের বেশি অশ্লীল মেসেজ পাঠাতে থাকেন। পরিস্থিতি ভয়ঙ্কর হতে শুরু করে। আসল ঘটনার সূত্রপাত গত ১৯ অগস্ট। এদিন চিকিৎসকের ফ্ল্যাটের বাইরে হাজির হন মহেশ। মহিলাকে অনুসরণ করতে থাকেন তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা চিকিৎসক। তাঁর অভিযোগের ভিত্তিরে মহেশকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

মহিলা চিকিৎসকে দিনে হাজার বার ফোন, ৫ হাজার অশ্লীল মেসেজ, হয়রানির অভিযোগে গ্রেফতার রোগী