Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ দেশে ফের বধূ নির্যাতনের (Domestic Violence) ঘটনা। মাথার চুল কামিয়ে, স্ত্রীকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরে। বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীর উপর নির্মম অত্যাচার চালানো হয় বলে খবর। জানা গিয়েছে, সম্প্রতি এক অচেনা পুরুষের সঙ্গে স্ত্রীকে কথা বলতে দেখে ফেলেন ওই যুবক। এরপরই স্ত্রীর উপর শুরু হয় অত্যাচার। মারধরের পর স্ত্রীর মাথার চুল কামিয়ে দেওয়া হয়। এরপরই স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে দিয়ে যান তিনি। তবে পরিবারের অন্যান্যদের সহায়তায় প্রাণে বাঁচেন ওই মহিলা।

এরপর অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। তাঁর অভিযোগ, ১২ বছরের দাম্পত্য জীবনে শুরু থেকেই তাঁকে সন্দেহ করে গিয়েছেন স্বামী। ফের সন্দেহের বশবর্তী হয়ে তাঁর উপর অত্যাচার শুরু করেন ওই যুবক। এই ঘটনার জল গড়ার কোর্ট পর্যন্ত। আদালতে মামলার সমস্ত নথি পেশ করা হলে নিজের বয়ান বদলে ফেলেন নিগৃহীতা। আদালতে তিনি জানান, এটা স্বামী-স্ত্রীর একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাঁর স্বামীকে যেন কোনও সাজা দেওয়া না হয়।

ফের বধূ নির্যাতনের ঘটনা, ক্ষুর দিয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে দিয়ে অত্যাচার