নয়াদিল্লিঃ স্ত্রীর (Wife) সঙ্গে জোর করে যৌন মিলনের চেষ্টা। তাতে বাধা দেওয়ার স্ত্রীকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি জেলায়। এরপর থেকেই পলাতক অভিযুক্ত।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম মুকেশ আহিরওয়ার। ২০২২ সালে তাঁর সঙ্গে আলাপ হয় আক্রান্ত মহিলার। এরপর ঘনিষ্ঠতা বাড়লে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। সেই মতো বিয়েও হয়ে যায়। বিয়ের পর সব ঠিকঠাক চললেও কিছুদিন পর থেকেই বদলে যেতে থাকেন মুকেশ। স্ত্রীর দাবি, দীর্ঘক্ষণ বাড়ির বাইরে কাটাতেন মুকেশ। বাড়ি ফিরেই চলত অত্যাচার। কারণ জানতে চাইলে জুটত আরও অত্যাচার।
মহিলার অভিযোগ, সোমবারও বাড়ি ফিরে তাঁর উপর অত্যাচার শুরু করে মুকেশ। জোর করে শারীরিক সম্পর্ক করতে চাইলে বাধা দেন তিনি। মঙ্গলবারও একই জিনিস করেন। ফের বাধা দিলে মহিলাকে মারধর করে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই আক্রান্ত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
জোর করে সঙ্গমের চেষ্টা, মারধর করে স্ত্রীকে ছাদ থেকে ফেলে দিল স্বামী
Jhansi Shocker: Husband Throws Wife Off Roof After She Refuses to Have Sex With Him, Investigation Underway #Jhansi #UttarPradesh #Crime @TrueStoryUP https://t.co/XMHYfK1aOh
— LatestLY (@latestly) October 29, 2025